আয়না এখন আর শুধু মুখ দেখার কাজে ব্যবহৃত হয় না, ঘর সাজাতেও এর জুড়ি মেলা ভার। একটি নান্দনিক আয়না ফুটিয়ে তুলতে পারে আপনার রুচির পরিচয়।আয়নার রকমফেরবাজারে রড আয়রনের গোল, ওভাল আর লম্বা ফ্রেম করা আয়না পাওয়া যায়। এসব আয়নার ফ্রেমে লতাপাতার নকশা আর জিওম্যাট্রিক নকশা বেশি থাকে। সাইজভেদে এসব আয়নার দাম পড়বে ২৫০ থেকে ৩ হাজার টাকা। পছন্দমতো নকশায় ফ্রেম করে নিতে চাইলে ৩০০ থেকে ৮০০ টাকা বাড়তি দিতে হবে। ফুল, পাখি, মাছ কিংবা নানা রকম পৌরাণিক ফর্মে তৈরি করা হয় কাঠের ফ্রেমের আয়না পাওয়া যাবে ৫০০ থেকে ৮ হাজার টাকার মধ্যে। টেরাকোটার নান্দনিক নকশা করা মাটির আয়না পাওয়া যাবে ৩৫০ থেকে ১ হাজার টাকার মধ্যে। মেটালের ফ্রেম করা আয়না পাবেন কাঁসা ও পিতলের রঙে এবং বিভিন্ন মেটালিক রঙে। পাওয়া যায় ৪০০ থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে। এছাড়া বেতের ফ্রেমের আয়নাও পাওয়া যায়।ঘর সাজাবেন যেভাবেআয়নার ব্যবহার হতে পারে আপনার বাড়ির প্রবেশমুখেই। প্রবেশমুখের ফাঁকা জায়গাতে দরজার বিপরীত দেয়ালে মাটির টেরাকোটার ফ্রেমের আয়না ঝুলিয়ে রাখা যায়। এছাড়া বসার ঘরের বড় দেয়ালটির মাঝামাঝি রাখতে পারেন কাঠের ফ্রেমে খোদাই করা লোকজ সংস্কৃতি বা রূপকথার আদলে তৈরি বড় আয়না। বসার ঘরের সিলিংয়ে আয়নার ব্যবহার করার ক্ষেত্রে সিমেন্টের তৈরি অ্যান্টিকের নকশায় কারুকার্যময় আয়না তৈরি করে তা স্থায়ীভাবে বসিয়ে দিন সিলিংয়ের মধ্যবর্তী স্থানে। আয়নার ব্যবহারে খাওয়ার ঘর, শোবার ঘর, সাজঘরেও আনা যায় অভিনব সজ্জা।কোথায় পাবেনশিশু একাডেমির সামনের ফুটপাতে, আজিজ সুপার মার্কেটের ভার্টিক্যালে পাবেন মাটি আর কাঠের নান্দনিক সব আয়না। এ মার্কেটে আরও কয়েকটি দোকানে মিলবে এসব আয়না। পরিবাগ সুপার মার্কেটে পাবেন মেটালের নকশা করা আয়না। বসুন্ধরা সিটির নিচতলা ও ৬ তলার কিছু দোকানে মিলবে নকশাদার আয়না। আসাদ গেটের আইডিয়াস ও গুলশানের ডিসিসি মার্কেটেও এসব আয়না মিলবে। এইচএন/এমএস
Advertisement