আন্তর্জাতিক

মেক্সিকান নারীকে বের করে দিয়েছে যুক্তরাষ্ট্র

এবার মেক্সিকান এক নারীকে বের করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ১৪ বছর বয়স থেকে দেশটিতে বাস করছেন তিনি। তাকে বের করে দেয়ায় বিক্ষোভে অংশ নিয়েছে বহু মানুষ। খবর বিবিসির।ওই নারীকে যেন ফেরত পাঠানো না হয় সেজন্য বুধবার রাতে অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফনিক্স অভিবাসন কার্যালয়ের সামনে বিক্ষোভে অংশ নেয়া সাত জনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভকারীরা ওই নারীকে বহনকারী গাড়ি আটকে রাখার চেষ্টা করে। গুয়াদালুপ গারসিয়া ডে রেয়োস (৩৬) নামের ওই নারীর দুই সন্তানই যুক্তরাষ্ট্রে জন্মেছেন। অবৈধ অভিবাসীদের দেশ থেকে তাড়ানোর অঙ্গীকার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন ঘোষণার পর এই প্রথম কোনো অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হলো। ওই নারী চাকরির জন্য ভূয়া কাগজপত্র ব্যবহার করেছিলেন। তার স্বামী এবং দুই সন্তান যুক্তরাষ্ট্রেই আছেন। কিন্তু তাকে মেক্সিকোতে ফিরে যেতে হচ্ছে। টিটিএন/পিআর

Advertisement