আন্তর্জাতিক

এক চীন নীতিতে ট্রাম্পের সমর্থন

এক চীন নীতিতে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এক ফোনালাপে নিজের সমর্থনের কথা জানিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। খবর বিবিসির। এক চীন নীতি হচ্ছে একটি কূটনৈতিক স্বীকৃতি যেখানে তাইওয়ানকে আলাদা রাষ্ট্র হিসেবে বিবেচনা না করে চীনের একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু গত ডিসেম্বরে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের আলাপের পর এ নিয়ে বিতর্ক তৈরি করেন ট্রাম্প। এদিকে, ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে সফর করছেন শিনজো আবে। শুক্রবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন আবে। কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ, সামরিক অঙ্গীকার, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলাপ করবেন দুই রাষ্ট্রনেতা। জাপানের ওকিনাওয়া দ্বীপে মার্কিন সেনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দু’দেশের মধ্যে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারে তাদের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। টিটিএন/পিআর

Advertisement