আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের সৈকতে ৩শ তিমির মৃত্যু

নিউজিল্যান্ডের বীচে ৩শ’ তিমির মৃত্যু হয়েছে। কমপক্ষে ৪০০ তিমি দেশের দক্ষিণাঞ্চলীয় সাগরকূলে সারি সারি হয়ে পড়ে আছে। এর মধ্যে তিন শতাধিকের মৃত্যু হয়েছে আর মৃত্যুর প্রহর গুনছে আরো প্রায় ১শ তিমি। খবর বিবিসির।শত শত স্থানীয় এবং বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তারা শুক্রবার সকাল থেকেই তিমিগুলোকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন। এক সঙ্গে এতো তিমি সৈকতে কিভাবে এলো সে বিষয়ে বিশেষজ্ঞরা কিছু জানাতে পারছেন না। তবে তিমি বয়স্ক, দুর্বল বা অসুস্থ হয়ে পড়লে এমন ঘটনা ঘটে থাকে বলে দাবি বিশেষজ্ঞদের। এ ছাড়া তিমিগুলো পথ হারিয়ে ফেললেও এমন ঘটনা ঘটে থাকে।বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার রাতেই সৈকতে তিমি জড়ো হওয়ার খবর পেয়েছেন। কিন্তু রাতের বেলা উদ্ধার অভিযান বিপজ্জনক হবে বলে শুক্রবার সকালের আগে অভিযান শুরু করা সম্ভব হয়নি। টিটিএন/পিআর

Advertisement