রাজনীতি

জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করা হবে : মোজাম্মেল হক

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করা হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা শিক্ষক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট হয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের দ্রুত নাম প্রকাশ করা হবে। আর যারা অবৈধ মুক্তিযোদ্ধা তাদের ঝাঁড়ু মেরে পরিষ্কার করা হবে।বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, গাজায় হামলার পর মান রক্ষার জন্য বিএনপি মৌন মিছিল করেছে। অথচ যুদ্ধ চলাকালীন সময়ে তারা কোনো প্রতিবাদ জানায়নি।

Advertisement