থাইল্যান্ডে সামরিক আইন তুলে অচিরেই অন্তর্বর্তীকালীন সংবিধান জারি করা হবে বলে জানিয়েছেন দেশটির জান্তা সরকারের প্রধান প্রাইউত চ্যান-ও-চা। তিনি বলেন, সামরিক আইন প্রত্যাহারে রাজা ভূমিবল আদুলায়াদেজের অনুমতি চাওয়া হয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সংবিধানেও সেনাবাহিনীর হাতে ব্যাপক ক্ষমতা থাকবে বলে ইঙ্গিত দেন তিনি। এর আগে গত বছরের মে মাসে এক অভ্যুত্থানের মাধ্যমে দেশটিতে ক্ষমতায় বসে সেনাবাহিনী। এই অভ্যুত্থানের আগে সামরিক আইন জারি করেন তৎকালীন সেনাপ্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী চ্যান-ও-চা। পরবর্তী সময়ে এ আইন প্রত্যাহারে জান্তা সরকারের ওপর আন্তর্জাতিক মহলের চাপ বাড়তে থাকে। ফলে সামরিক আইন প্রত্যাহারের বিষয়টি নিয়ে সরকার ভাবতে বাধ্য হয়।মঙ্গলবার চ্যান-ও-চা সংবাদকর্মীদের বলেন, বর্তমান আইনটি প্রত্যাহারে আমি রাজার অনুমতি চেয়েছি। আশা করি এ ব্যাপারে শিগগিরই নতুন আদেশ জারি হবে। সূত্র : রয়টার্স।বিএ/আরআইপি
Advertisement