খেলাধুলা

মাঠে এসেই ফিল্ডিং অনুশীলনে মুশফিকরা

ফিল্ডার মিস ফিল্ডিং, রান আউট মিস কিংবা ক্যাচ মিস- এটা যেন বাংলাদেশ ক্রিকেট দলের একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্টের প্রথম দিনই মিস ফিল্ডিংয়ের চরম খেসারত দিতে হয়েছে বাংলাদেশ দলকে। ৩৫ রানে থাকা মুরালি বিজয়ের সহজ রান আউট মিসই বলতে গেলে প্রথম দিনই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে প্রায়।শুধু রান আউট মিসই নয়, স্লিপে দাঁড়িয়ে সাকিব আল হাসানের একটি ক্যাচ মিস (যদিও কিছুটা কঠিন ছিল), সহজ সহজ বলগুলো ছেড়ে দিয়ে ভারতের রান বাড়িয়ে তোলার ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখেছে। নিউজিল্যান্ড সিরিজেও এই বাজে ফিল্ডিং বেশ ভুগিয়েছে বাংলাদেশ দলকে। সহজ সহজ ক্যাচ হাত থেকে ফসকে যাওয়া, বল ছুটে যাওয়া, রান আউট মিস- এগুলো যেন নিয়মিতই হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের ক্ষেত্রে। নিউজিল্যান্ড সফরে সব মিলিয়ে ২০টিরও বেশি ক্যাচ মিস হয়েছিল বাংলাদেশের।এসব কারণেই হয়তো হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিন সকালে খেলা শুরুর আগেই মাঠে নেমে দলের সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল। এমনিতেই খেলা শুরুর আগে মাঠে নেমে ক্রিকেটাররা হালকা ওয়ার্মআপ করেন। এটা প্রতিটি দলেরই একটা নিয়ম। তবে, ওয়ার্ম আপের পরিবর্তে শুধু ফিল্ডিং প্র্যাকটিস- বিশেষ গুরুত্ব পেয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের কাছে। রান বাঁচানো, ক্যাচ ধরা কিংবা রান আউটের চেষ্টা- এসবই ছিল সকালে রিচার্ড হ্যালসলের ক্লাসে।এখন দেখার বিষয় সকাল সকাল বিরাট কোহলি, আজিঙ্কা রাহানেদের বিপক্ষে কতটা কঠোর ফিল্ডিং উপহার দিতে পারে বাংলাদেশ।আইএইচএস/এমআর/এমএস

Advertisement