খেলাধুলা

ক্রিকেটকে বিদায় বললেন কাইল মিলস

অস্ট্রেলিয়ার মেলবোর্নে এগারতম আইসিসি বিশ্বকাপের পর্দা নেমেছে ২৯ মার্চ, রোববার। এবারের আসরে যেমনি ক্রিকেট বিশ্ব পেয়েছে নতুন নতুন তারকা, তেমনি বিদায় জানিয়েছে কিংবদন্তী ক্রিকেটারদেরও।ড্যানিয়েল ভেটোরির পর এবার নিউজিল্যান্ডের আরেক ক্রিকেটার কাইল মিলসও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কিউই পেসার মিলস।২০০১ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়ে মিলসের। গত ১৪ বছরে ১৭০ ওয়ানডে খেলে ২৪০টি উইকেট নিজের ঝুলিতে জমা করেছেন এই কিউই পেসার। ব্যাট হাতে ১ হাজার ৪৭ রানও করেছেন তিনি। এ ছাড়া ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের সাদা জার্সি গায়ে ওঠে মিলসের। ১৯ টেস্ট খেলে ৪৪ উইকেট নিয়েছেন মিলস।সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দিয়ে মিলস বলেন, এটা অনেক সম্মানের যে, গত ১৪ বছর আমার দেশের জন্য খেলতে পেরেছি। খেলাটা আমি অনেক মিস করব। তবে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়। এখন পরিবারকে আরো বেশি সময় দেওয়া প্রয়োজন, যারা আমার খেলা চালিয়ে যেতে সাহায্য করেছেন।এছাড়া জাতীয় দলের সকল কোচ ও সতীর্থদের ধন্যবাদও জানান মিলস।এমআর/আরআইপি 

Advertisement