খেলাধুলা

সুয়ারেজের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে বার্সা

কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগ। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে বার্সেলোনা মুখোমুখি অ্যাটলেটিকোর। প্রথম লেগে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেও নাভার্স ছিল বার্সা! কিন্তু দ্বিতীয় লেগের ম্যাচটির ৪৩ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ভরসা পায় কাতালানরা। সুয়ারেজের ওই গোলের কারণেই মূলত ফাইনালের টিকিট পেয়েছে বার্সা। দ্বিতীয় একটি গোল হজম করলেও অসুবিধা হয়নি। দুই লেগ দিলে ৩-২ ব্যবধানে জিতে ফাইনালের খেলা নিশ্চিত করেছে লুইস এনরিকের দল।তবে অ্যাটলেটিকোর বিপক্ষে ওই ম্যাচেই ‘খলনায়ক’ বনে যান সুয়ারেজ। দুটি হলুদ কার্ড দেখে (লাল কার্ডে পরিণত হয়) মাঠ ছাড়েন উরুগুইয়ান এই স্ট্রাইকার। এর জন্য আগামী ২৭ মে কোপা দেল রের ফাইনালে খেলতে পারবেন না সুয়ারেজ।এটা মানতে পারছে না বার্সা। সুয়ারেজের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে বার্সা। কাতালানদের কাছে দ্বিতীয় হলুদকার্ডটা ছিল অযোক্তিক। বল দখলের লড়াইয়ের সময় সুয়ারেজের কনুইয়ের আলতো ছোঁয়ায় অ্যাটলেটিকো মিডফিল্ডার কোকে পড়ে যান। আর তাতেই হলুদ কার্ড দেখান রেফারি!এনইউ/পিআর

Advertisement