খেলাধুলা

শেখ রাসেলকে হারিয়ে ফাইনালে মোহামেডান

মাগুরার আছাদুজ্জামান ফুটবল একাডেমি আয়োজিত বঙ্গবন্ধু কাপের ফাইনালে উঠেছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বৃহস্পতিবার স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে মোহামেডান সাডেন ডেথে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে শেষ হয়।ম্যাচের ৪০ মিনিট পর মোহামেডানের একজন বিদেশি খেলোয়াড় নিয়ে আপত্তি জানায় শেখ রাসেল। এ নিয়ে খেলা বন্ধ ছিল আধা ঘণ্টা মতো। পরে খেলা শুরু হলে প্রথমার্ধে কোনো পক্ষ গোল করতে পারেনি। বিরতির পর খেলা শুরুর ১৮ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় শেখ রাসেল ক্রীড়া চক্র। দলের অতিথি খেলোয়াড় জাম্বিয়ান দাউদা সিসে গোল করার কয়েক মিনিট পর ব্যবধান বাড়ান নাসির। পিছিয়ে পড়া মোহামেডান দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যাচে সমতা আনে শেষ বাঁশির মিনিট পাঁচেক বাকি থাকতে। তৌহিদুল আলম সবুজ করেন সমতাসূচক গোল। এর আগে শেখ রাসেল ২-০ গোলে এগিয়ে যাওয়ার এক মিনিটের মধ্যেই ব্যবধান কমান আমিনুর রহমান সজীব।টাইব্রেকারের শুরুটা ছিল মোহামেডানের মিস দিয়ে। মাসুক মিয়া জনি প্রথম শটে গোল করতে ব্যর্থ হলে একই পথে হাটেন শেখ রাসেলের মিশু। টাইব্রেকারে ফলাফল নিস্পতি না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় সাডেন ডেথে। অষ্টম শটে মোহামেডানের বিপলু আহমেদ গোল করলেও পারেননি রাসেলের আসাদুজ্জামান বাবলু। তার শট ফিরিয়ে দেন মোহামেডানের অতিথি গোলরক্ষক মামুন খান। ম্যাচ সেরা হয়েছেন মোহামেডানের তৌহিদুল আলম সবুজ। মোহামেডান এ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে গতবারের রানার্সআপ আবাহনী খেলবে বাংলাদেশ নৌবাহিনী ফুটবল দলের বিপক্ষে। মামুনুল ইসলামসহ জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার আছেন নৌবাহিনী দলে। আরআই/এনইউ/পিআর

Advertisement