বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে বলে জানিয়েছেন বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। মঙ্গলবার সকালে হোটেল সোনারগাঁও এ এশিয়ান উন্নয়ন ব্যাংক(এডিবি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ছোট্ট এদেশে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে। কিন্তু তা ব্যবহার করা যাচ্ছে না। বিদ্যুৎ উৎপাদন খাতে এ গ্যাস ব্যবহার করা উচিত। বিদ্যুৎ এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা রাষ্ট্রের হাতে রাখা উচিত।মন্ত্রী আরও বলেন, দক্ষিণাঞ্চল ও উপকূল এলাকায় ঝড় জলচ্ছ্বাস ও বন্যা মোকাবেলায় প্রায় পাঁচ কোটি টাকা ব্যায়ে বৃক্ষরোপন কর্মসূচী হাতে নেয়া হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- এডিবি’র কান্ট্রি ডিরেক্টর কাজু হিকো গোচি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব সফিকুর রহমান পাটোয়ারী, এডিবির ভাইস প্রেসিডেন্ট বিন্দু এম লোহানী প্রমুখ।
Advertisement