সরকার পর্যায়ক্রমে দেশের সব প্রতিবন্ধীকে ভাতা দেবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত সংসদ সদস্য মোছা. সেলিনা জাহান লিটার (মহিলা আসন-১) লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এর আগে বিকেল ৪টা ৫০ মিনিটে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।প্রতিমন্ত্রী বলেন, দেশে প্রায় ১৬ লাখ প্রতিবন্ধীর মধ্যে ৭ লাখ ৫০ হাজার জনকে চলতি অর্থবছর ভাতা দেয়া হচ্ছে। তবে তাদের সবাইকে পর্যায়ক্রমে ভাতা সুবিধার আওতায় আনা হবে। পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রণীত প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ এবং নিউরো-ডেপেলপমেন্টাল সুরক্ষা ট্রাস্ট আইন-২০১৩ এর আলোকে ওই আইনদ্বয়ের বিধিমালা প্রণয়ন করেছে। বিধিমালা অনুযায়ী জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে প্রতিবন্ধীদের কল্যাণে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে রাজধানীতে ৪টি, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর বিভাগীয় শহরে একটি করে এবং গাইবান্ধায় একটিসহ মোট ১১টি সম্পূর্ণ অবৈতনিক স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম চালু করা হয়েছে। এছাড়া সরকারি অর্থায়নে ৬২টি বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় চালু আছে জানিয়ে তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতর প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি কর্মসূচির মাধ্যমে মাসিক প্রাথমিকে ৫০০, মাধ্যমিকে ৬০০ এবং উচ্চ মাধ্যমিকে ৭০০ টাকা হারে উপবৃত্তি দিচ্ছে। এইচএস/এএইচ/পিআর
Advertisement