দেশজুড়ে

গৌরনদীতে জাল নোট ও ফেন্সিডিলসহ আটক ৩

বরিশালের গৌরনদী উপজেলা থেকে তিন লাখ টাকার জাল নোট এবং আড়াই শ’ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করেছে র‍্যাব-৮ এর সদস্যরা। মঙ্গলবার রাত সাড়ে  নয়টার দিকে  টরকী বন্দর সংলগ্ন কমলাপুর বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. বক্কর মুন্সি (৪০), রবিউল (২৫) ও শহর আলী (২২)।আবু বক্কর একই গ্রামের বেলায়েত মুন্সির ছেলে। অন্য দু’জনের বাড়ী উপজেলার বড়দুলালী গ্রামে।র‍্যাব-৮ এর ১ নম্বর কোম্পানী কমান্ডার ক্যাপ্টেন আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে কমলাপুর বাজারে যায় র‍্যাব-৮ এর একটি বিশেষ দল। এসময় একটি বসত ঘর থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে মো. বক্কর জাল টাকা চক্র ও মাদক ব্যবসা সিন্ডিকেটের মূল হোতা। ২০০২ সালে আবু বক্কর পার্শ্ববর্তী কালকিনী উপজেলার পাথুরিয়া ইউনিয়নের ধুলুক গ্রামে টাকা নিয়ে ফেরার সময় দিনের বেলায় গ্রামীণব্যাংকের কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে গুলি করে হত্যা করেন। ওই মামলায় সে ফেরারী আসামী।জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের গৌরনদী থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হবে বলে জানান, ক্যাপ্টেন বাশার ।এসএইচএ/আরআইপি

Advertisement