জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘বই মানুষকে আনন্দ দেয়, সত্যিকার মানুষ হতে শেখায়।’কেন্দ্রীয় গণগ্রন্থাগারে মঙ্গলবার সকালে মাল্টিমিডিয়া প্রজেক্টরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন মন্ত্রী।উদাহরণ টেনে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘আজকাল অভিভাবকদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছে সন্তানকে জিপিএ-৫ পাওয়ানোর। সত্যিকার মানুষ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা তাদের একেবারেই কম।’তিনি বলেন, ‘সুন্দর জাতি নির্মাণ এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পাঠ্যপুস্তকের পাশাপাশি বাইরের বই পড়তে উৎসাহিত করতে হবে।’গণগ্রন্থাগারে মাল্টিমিডিয়া প্রজেক্টরের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বই পড়ার মাধ্যমে একগুয়েমি আসতে পারে। সে জন্য বই পড়ার ফাঁকে ফাঁকে বিভিন্ন ধরনের তথ্যচিত্র প্রদর্শন করে জ্ঞানার্জনের পথকে প্রসারিত করা যেতে পারে। আর আজকের এ উদ্যোগ সে জন্যই।’গণগ্রন্থাগারের সেমিনারকক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস এনডিসি। গণগ্রন্থাগারের মহাপরিচালক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন গ্রন্থাগারের পরিচালক মো. মিজানুর রহমান।উদ্বোধনী আলোচনা শেষে মন্ত্রী চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান কাম উপ-পরিচালকদের কাছে মাল্টিমিডিয়া প্রজেক্টর হস্তান্তর করেন এবং গ্রণগ্রন্থাগার পরিদর্শন করেন।
Advertisement