জাতীয়

ইবোলা চিকিৎসায় আফ্রিকায় সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

ইবোলা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা সহায়তায় পশ্চিম আফ্রিকার সিয়েরালিয়ন, মালি ও লাইবেরিয়ায় এক কোটি টাকার ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে  স্বাস্থ্যমন্ত্রী   মোহাম্মদ নাসিম এ তথ্য জানিয়েছেন।তিনি আরও জানান, এই ভাইরাস সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা  মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। ইবোলা প্রতিরোধে জাতিসংঘ কর্তৃক সর্বোচ্চ প্রতিরোধ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। পশ্চিম আফ্রিকার মালি, আইভোরি কোস্ট ও লাইবেরিয়ায় বাংলাদেশি শান্তিরক্ষীরা বর্তমানে কাজ করছেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইবোলা ভাইরাস ডিজিজ একটি মারাত্মক প্রাণঘাতী রোগ। কোনো কোনো সময় ৯০ ভাগ  ক্ষেত্রে মৃত্যুর আশঙ্কা রয়েছে। ইবোলা ভাইরাস ডিজিজকে বিশ্বের সবচেয়ে ভয়ংকর রোগগুলোর একটি বলা হয়ে থাকে।

Advertisement