মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির শেয়ার কেলেঙ্কারি মামলায় তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে শেয়ারবাজার সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে গঠন করা বিশেষ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ এ রায় দেন। মামলার আসামি কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইমাম মুলকুতুর রহমান এবং পরিচালক সালমা আক্তারকে গ্রেফতার করতে গুলশান থানা বরাবর ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। অপর আসামি কোম্পানির ভাইস-চেয়ারম্যান আব্দুল হাইকে গ্রেফতারে বনানী থানা বরাবর ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। এদিকে মামলার বাদী বিএসইসির উপ-পরিচালক এএসএম মাহমুদুল হাসান ও সাক্ষী তৎকালীন নির্বাহী পরিচালক আনোয়ার উল কবির ভূইয়াকে আদালতে উপস্থিত হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। এর আগে ৯ জানুয়ারি মামলাটির চার্জ গঠনের জন্য বিচারক ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছিলেন।১৯৯৯ সালে শেয়ার বাজার নিয়ে কারসাজির দায়ে ২০০০ সালে মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানিসহ ৪ জনকে আসামি করে মামলা করা হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষে প্রতিষ্ঠানটির তৎকালীন উপপরিচালক আহমেদ হোসেন মামলা দায়ের করেন। সিকিউরিটিজ অধ্যাদেশ এর ২৫ ধারা অনুযায়ী এ মামলা করা হয়। ২০১৬ সালের ৬ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত থেকে মামলাটি বিশেষ ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়। এ মামলায় সাক্ষী হিসেবে রয়েছেন বিএসইসির তৎকালীন উপপরিচালক আহমেদ হোসেনসহ ৬ কর্মকর্তা। অন্যরা হলেন নির্বাহী পরিচালক আনোয়ার উল কবির ভূইয়া, পরিচালক ফরহাদ আহমেদ, উপপরিচালক এ টি এম তারেকুজ্জামান, উপপরিচালক শুভ্রকান্তি চৌধুরী ও উপপরিচালক সৈয়দ শফিকুল হোসেন। এমএএস/ওআর/পিআর
Advertisement