একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের আপিলের রায়ের বিরুদ্ধে করা পুনর্বিবেচনার শুনানি অনুষ্ঠিত হবে আজ।প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে কামারুজ্জামানের আবেদন শুনানির জন্য কার্যতালিকার ৪ নম্বরে রয়েছে। তবে আসামিপক্ষের আইনজীবীরা শুনানির জন্য চার সপ্তাহের সময় আবেদন করেছেন। বেঞ্চের অপর তিন বিচারপতি হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।এদিকে, আপিল বিভাগে শুনানির অপেক্ষায় থাকায় জামায়াত নেতা আলী আহসান মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলাও কার্যতালিকায় স্থান পেয়েছে। তবে মুজাহিদের আইনজীবীরা আপিল শুনানির জন্য ছয় সপ্তাহের সময় আবেদন করেছেন।বিএ/এমএস
Advertisement