দেশজুড়ে

দক্ষিণবঙ্গে ২৪ আগস্ট থেকে পরিবহন ধর্মঘট

২৪ আগস্ট থেকে ঢাকা-মাওয়া, ঢাকা-মুন্সীগঞ্জ ও ঢাকা-দোহার রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে দক্ষিণবঙ্গ কোচ ও বাস মালিক সমিতি।এসব রুটে চলাচলরত বাস-মিনিবাসসহ সকল প্রকার পরিবহন ২৪ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানা গেছে।রাজধানীর সায়েদাবাদে দক্ষিণবঙ্গ কোচ ও বাস মালিক সমিতির কার্যালয়ে সোমবার রাতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।দক্ষিণবঙ্গ কোচ ও বাস মালিক সমিতির সভাপতি মো. আলমগীর মোল্লা দ্য রিপোর্টকে জানান, গত ৪ আগস্ট ঢাকা-বরিশাল রোডে চলাচলরত মেঘনা পরিবহনের একটি বাস ঢাকা-মাওয়া রোডের বেজগাঁও এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা তিনটি বাস পুড়িয়ে দেয় ও ৫০ থেকে ৬০টি বাস ভাঙচুর করে।যে কোনো দুর্ঘটনা ঘটলেই গাড়ি ভাঙচুর, গাড়ি পুড়িয়ে দেওয়া ও গাড়ি আটক করে মুক্তিপণ আদায় করা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি।তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ২৪ আগস্ট থেকে ঢাকা-দক্ষিণবঙ্গ, ঢাকা-মাওয়া, ঢাকা-মুন্সীগঞ্জ ও ঢাকা-দোহার রোডে চলাচলরত বাস-মিনিবাসসহ সকল প্রকার পরিবহনকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়েছে।এ সব রোডের পরিবহন মালিক-শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক ও মালিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে এ ধর্মঘট পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Advertisement