রাজনীতি

সেই গণতন্ত্র আজ নেই : মাহবুব

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, যে গণতন্ত্রের চেতনায় দেশে স্বাধীন হয়েছিল, সেই গণতন্ত্র আজ নেই। এ মুহূর্তে দেশে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট চলছে। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ বৌদ্ধ ফ্রন্ট আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রের সংকট ও উত্তরণের পথ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।মাহবুবুর রহমান বলেন, বিএনপি নির্বাচনে বিশ্বাস করে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, যিনি সেনাবাহিনীর অফিস থেকে এসে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমরা তারই রাজনীতি করি। একাদশ সংসদ নির্বাচনের লক্ষ্যে একটি আবহ তৈরি করতে সরকারকেই উদ্যোগ নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, সংলাপের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য আলোচনা করতে হবে। ক্ষমাতাসীনরা একটি নিয়ম রক্ষার নির্বাচনের কথা বলে ক্ষমতায় এসে এখন বলছে, আমরাতো ৫ বছরের জন্য ক্ষমতায় এসেছি।সিটি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সামনে নির্বাচন দিন-তারিখ হয়ে গেছে। ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়া নির্বাচনের ব্যাপারে ইতিবাচক। নির্বাচনের জন্য সকলের সমান সুযোগ থাকতে হবে।বাংলাদেশ বৌদ্ধ ফ্রন্টের আহ্বায়ক প্রকৌশলী পুলক কান্তির সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ, বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, পেশাজীবী নেতা প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক ড. দিলীপ বড়ুয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের শ্যামা ওবায়েদ।এএইচ/পিআর

Advertisement