আন্তর্জাতিক

‘রাখাইনে এক হাজারেরও বেশি রোহিঙ্গাকে হত্যা করেছে সেনাবাহিনী’

মিয়ানমারের রাখাইনে অভিযান চালিয়ে এক হাজারেরও বেশি রোহিঙ্গা মুসলিমকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। রাখাইনের সহিংসতা থেকে পালিয়ে আসা শরর্ণাথী ইস্যুতে কাজ করছেন; জাতিসংঘের এমন দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বুধবার বার্তাসংস্থা রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রাখাইনের হত্যাকাণ্ড নিয়ে আগে যে পরিসংখ্যান প্রকাশিত হয়েছিল; রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর কঠোর অভিযানে হতাহতের পরিমাণ সেই পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে। জাতিসংঘের পৃথক দুটি সংস্থার ওই কর্মকর্তারা বাংলাদেশে কাজ করছেন; যেখানে সাম্প্রতিক মাসগুলোতে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা মুসলিম আশ্রয় নিয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের ভয়াবহ সংকট আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উন্মোচিত না হওয়ায় এই দুই কর্মকর্তা উদ্বিগ্ন বলে জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, আলাপ-আলোচনা এখনো শত শত নিহতে আটকে আছে। এটি সম্ভবত অবমূল্যায়িত হচ্ছে; আমরা হাজারো মানুষের প্রাণহানির তথ্য পাচ্ছি। পৃথক সাক্ষাৎকারে এই দুই কর্মকর্তা জানিয়েছেন, গত চার মাসের তথ্য পর্যালোচনা করে তারা দেখেছেন যে, নিহতের সংখ্যা ১ হাজার অতিক্রম করেছে। কিন্তু দেশটির প্রেসিডেন্টে মুখপাত্র বলেছেন, গত অক্টোবরে সীমান্ত চৌকিতে হামলার পর রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানে একশ জনেরও কম মানুষের প্রাণহানি ঘটেছে। এসআইএস/বিএ

Advertisement