যশোরের বাঘারপাড়ার ভিটাবল্ল্যা পুলিশ ফাঁড়ির এএসআই জাহাঙ্গীর আলমকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। এক নারীকে ধর্ষণ চেষ্টা ও এক স্কুলছাত্রী আত্মহত্যা চেষ্টার অভিযোগের পর বুধবার এ পদক্ষেপ গ্রহণ করা হয়। অভিযোগ থেকে জানা গেছে, বাঘারপাড়ার ভিটাবল্ল্যা পুলিশ ফাঁড়ির টুআইসি এএসআই জাহাঙ্গীর আলম বেশ কিছুদিন ধরে এক নারীকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৪ ফেব্রুয়ারি রাতে ওই নারীর বাড়িতে প্রবেশ করে জাহাঙ্গীর আলম ধর্ষণ চেষ্টা চালায়।গতকাল মঙ্গলবার বিকেলে ভিটাবল্ল্যা গ্রামের দুই স্কুলছাত্রীকে আটক করেন টুআইসি জাহাঙ্গীর আলম। পরে পরিবারের সদস্যরা দেনদরবার করে ৪ হাজার টাকা দিয়ে তাদের মুক্ত করেন। এ অপমান সইতে না পেরে বুধবার এক ছাত্রী বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। তিনি বাঘারপাড়া হাসপাতালে চিকিৎসাধীন। এই দুই অভিযোগের পরিপ্রেক্ষিতে টুআইসি এএসআই জাহাঙ্গীর আলমকে ক্লোজড করা হয়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মো. আবু সরোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নারীঘটিত অভিযোগের পেরিপ্রেক্ষিতে এএসআই জাহাঙ্গীর আলমকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। মিলন রহমান/এএম/আরআইপি
Advertisement