দেশজুড়ে

কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লায় রেলওয়ের ভূমি থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকার শাসনগাছা রেললাইনের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি দফতরের নির্দেশ অনুযায়ী এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা জানান, অবৈধ স্থাপনা অপসারণের জন্য বিগত সময়ে বারবার নোটিশ দেয়া হয়েছিল। এছাড়া গত বছরের নভেম্বরে এসব স্থাপনা অপসারণের জন্য শেষবারের মতো নোটিশ দেয়াসহ মাইকে প্রচার করা হয়। ওই নোটিশে তাদের সাতদিন সময় দেয়া হলেও তারা তাদের স্থাপনা সরিয়ে নেয়নি। বুধবার কুমিল্লা জেলা পুলিশের সহযোগিতায় রেললাইনের দুই পাশে ও রেলওয়ে স্টেশন এলাকায় দীর্ঘদিনের অবৈধ স্থাপনাগুলোতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। উচ্ছেদ অভিযানের সময় কুমিল্লা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামিরুল ইসলাম, কুমিল্লা রেলওয়ের প্রকৌশলী শাহাদাত হোসেন, সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার সফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।কামাল উদ্দিন/আরএআর/জেআইএম

Advertisement