জাতীয়

১২নং ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান করবে কোরিয়ান কোম্পানি

গভীর সমুদ্রের ১২ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কাজ পাচ্ছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি। পোসকো দাইয়ু কর্পোরেশন নামে এ কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।   বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সচিবালয়ে এ সভা হয়। সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রস্তাবটি উত্থাপন করে। ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০’ এর আওতায় এই প্রস্তাব আনা হয়। আলোচনার পর ওই কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়া হয়। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে বাপেক্সের বিষয়ে তিনটি প্রস্তাব পাস হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান। এগুলোর মধ্যে রয়েছে, ‘প্রকিউরমেন্ট অব ওয়ান ড্রিলিং অ্যান্ড ওয়ান ওয়ার্কওভার রিগ উইথ সাপোর্টিং ইকুইপমেন্ট ফর বাপেক্স’ শীর্ষক প্রকল্পের আওতায় একটি ‘৬০০-৬৫০ এইচপি ম্যাকানিকাল ওয়ার্ডওভার রিগ’ ও ‘রিগ সাপোর্টিং ইকুইপমেন্ট’ ক্রয় প্রস্তাব। এতে ব্যয় ধরা হয়েছে ৭১ কোটি ৬৯ লাখ ৬৪ হাজার টাকা। চীনা কোম্পানি এ কাজ পেয়েছে।‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০’ এর আওতায় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে বাপেক্স কর্তৃক গৃহীত বিশেষ উদ্যোগের আওতায় এ প্রকল্প বাস্তবায়ন হবে। ‘রূপকল্প-৪’ নামে অন্য একটি প্রকল্পের আওতাধীন শাহবাজপুর ১ ও ২ ওয়ার্কওভার কাজ সংশ্লিষ্ট মালামালের ক্রয়ে প্রস্তাবেও সম্মতি দিয়েছে কমিটি।‘রূপকল্প-৪’ প্রস্তাবের আওতাধীন ভোলায় নর্থ-১ ও শাহবাজপুর ইস্ট ১ অনুসন্ধান কুপ ২টি খননের লক্ষ্যে সংশ্লিষ্ট পূর্ত নির্মাণ কাজের প্রস্তাবেও সম্মতি দিয়েছে মন্ত্রিসভা কমিটি। এই কাজ পেয়েছে প্রিয়ন্তি কন্সট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান।ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহক সংযোগ প্রকল্পের আওতায় ডিস্ট্রিবিউন ট্রান্সফরমার ক্রয়ের কাজ পেয়েছে মেসার্স টিএস ট্রান্সফরমার লিমিটেড। তারা ২৩ হাজার ৮৯৩টি ট্রান্সফরমার সরবরাহ করবে। যার জন্য ব্যয় হবে ১৮০ কোটি ৪৩ লাখ টাকা।একই প্রকল্পের আওতায় ৫৯ হাজার ৩৮০টি বিদ্যুতের খুঁটি (এসপিসি পোল) ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এই কাজ পেয়েছে মেসার্স চরকা এসপিসি পোল লিমিটেড। দাম ধরা হয়েছে ১১৯ কোটি ১২ লক্ষ ৮০ হাজার টাকা।এমইউএইচ/এএইচ/জেআইএম

Advertisement