রাজনীতি

নতুন নির্বাচন কমিশন বিএনপির মেনে নেয়া উচিত : জাফরুল্লাহ

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, নতুন নির্বাচন কমিশন নিয়ে অখুশির কিছু নেই। বরং এ কমিশন বিএনপির মেনে নেয়া উচিত।বুধবার দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে কাগমারী সম্মেলন দিবস উদযাপন প্রস্তুতি কমিটি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ‘ঐতিহাসিক কাগমারী সম্মেলনের ষাট বছর পূর্তিতে মজলুম জননেতা মওলানা ভাসানীর গুরুত্বপূর্ণ চিঠি ও ফটো প্রদর্শনী’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।জাফরুল্লাহ চৌধুরী বলেন, নির্বাচন কমিশন আরও খারাপ হতো যদি মোল্লা ওয়াহিদুজ্জামানকে সিইসি বানাতো। সেক্ষেত্রে নুরুল হুদা অনেক ভালো। সুতরাং ইসি নিয়ে অখুশি হওয়ার কিছু নেই।   তিনি আরও বলেন, নতুন সিইসির ওপর আস্থা রাখতে পারি উনি কোনো দলের হবেন না। তবে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কি না তা বিএনপির ওপর নির্ভর করছে।বিএনপি অবসাদগ্রস্ত হয়ে পড়েছে মন্তব্য করে জাফরুল্লাহ বলেন, নিজেদের কারণেই বিএনপি ঘরে বন্দি হয়ে আছে। বিএনপি ও বিরোধী দলগুলোর ভবিষ্যৎ কী হবে সেটা তাদের ওপর নির্ভর করছে। তবে বিএনপি নেত্রীকে ছোটবড় সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে কাগমারীতে ভাসানীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে রাজপথে নামতে হবে।এর আগে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, জনগণ সরকার পরিবর্তনের জন্য রাজপথে আন্দোলন দেখতে চায়। কিন্তু আমরা সেটা করতে পারছি না।জাফরুল্লাহর সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমদ, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মাহবুব উল্লাহ প্রমুখ বক্তব্যে রাখেন।এমএম/এএইচ/আরআইপি

Advertisement