জাতীয়

খাল রক্ষায় ওয়াসা-ডিএনসিসির বৈঠক

রাজধানী ঢাকার খালগুলো রক্ষায় ঢাকা ওয়াসা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ঢাকার খাল রক্ষা বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার দুপুরে ঢাকা ওয়াসা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ডিএনসিসি মেয়র আনিসুল হক, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান ও ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন।    বৈঠকে ঢাকার জলাবদ্ধতা নিরসনে খালগুলো উদ্ধারের বিষয়ে আলোচনা হয়। এ সময় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ডিএনসিসির আওতাধীন খালগুলোর বর্তমান অবস্থা তুলে ধরেন। পরে এ তিনসংস্থা মিলে খালগুলো দখল মুক্ত করতে সিদ্ধান্ত নেয়া হয়। এমএসএস/এমএস

Advertisement