খেলাধুলা

টেস্টে বাংলাদেশকে হালকা ভাবে দেখার সুযোগ নেই : রবি শাস্ত্রী

টেস্ট অভিষেকের ১৭ বছর পর প্রথমবারের মত ভারত সফরে গেছে বাংলাদেশ। সফরে হায়দরাবাদে আগামী ৯ ফেব্রুয়ারি একটি মাত্র টেস্ট খেলবে মুশফিক বাহিনী। আর এ টেস্ট ম্যাচে বাংলাদেশকে হালকা ভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা রবি শাস্ত্রী।  ভারত ও বাংলাদেশের মধ্যে র‌্যাংকিংয়ের পার্থক্য থাকলেও হায়দরাবাদে বাংলাদেশের সঙ্গে কোহলিদের সাবধানী ক্রিকেট খেলারই পরামর্শ দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক টেকনিক্যাল এই ডিরেক্টর। তিনি বলেন, `ওয়ানডে ক্রিকেটে খুব দ্রুতই উন্নতি করছে বাংলাদেশ। তবে টেস্টে এখনো তাদের শেখার অনেক কিছু থাকলেও বাংলাদেশে হালকাভাবে দেখার কোনো সুযোগই নেই।`ভারতীয় ক্রিকেট দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে বাংলাদেশের কাছেই ওয়ানডে সিরিজ হারের অভিজ্ঞতা আছে রবি শাস্ত্রীর। টেস্টে বাংলাদেশ সেই পুনরাবৃত্তি ঘটতে পারে কি না এমন প্রশ্নের জবাবে শাস্ত্রী বলেন, `হায়দরাবাদ টেস্ট থেকে বাংলাদেশ যা পেতে পারে, তা হলো অভিজ্ঞতা। এই সফর থেকে খুব ভালো অভিজ্ঞতা নিয়েই ফিরবে বাংলাদেশ।` এদিকে টেস্টে বাংলাদেশের সমস্যাও তুলে ধরেছেন শাস্ত্রী। নিজের যুক্তিতে পরিষ্কারভাবে তিনি বলেন, `টেস্টে বাংলাদেশের সমস্যাটা হলো, একটি-দুটি সেশনে হয়তো ভালো করতে পারে, কিন্তু ধারাবাহিকভাবে দুই-তিন দিন ভালো করে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তারের পর ম্যাচ জেতার সামর্থ্যের অভাব আছে তাদের।` এমআর/পিআর

Advertisement