গণমাধ্যম

৩০ লাখ বন্ধু নিয়ে জাগো নিউজের দুর্বার পথচলা

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের ভেরিফায়েড ফেসবুক পেজে সঙ্গী হলেন ৩০ লাখের বেশি বন্ধু। যাত্রা শুরুর তিন বছর পূরণ হওয়ার আগেই এ মাইলফলক স্পর্শ করলো জাগো নিউজ। পাঠকদের এ ভালোবাসার আঙিনা বাড়ানোসহ আগামী দিনে সবাইকে আরও কাছে থাকার আহ্বান জানিয়েছেন জাগো নিউজ এর সম্পাদক সুজন মাহমুদ।বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও অনলাইনের জনপ্রিয়তা বেড়েছে তুমুলভাবে। আর প্রতি মুহূর্তে সংবাদ পরিবেশনায় বিশ্বাস এবং আস্থা সৃষ্টির মধ্য দিয়ে পাঠকদের মন জয় করে চলছে অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম। ফলে অল্প সময়ের মধ্যে জাগো নিউজের ফেসবুক তালিকায় যুক্ত হয়েছেন ৩০ লাখের বেশি বন্ধু।জাগো নিউজের ফেসবুক বন্ধুর সংখ্যা ৩০ লাখ পূর্ণ হওয়ায় আজ (মঙ্গলবার) বিকেলে জাগো নিউজ কার্যালয়ে কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাগো নিউজ সম্পাদক সুজন মাহমুদ পাঠকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা এগিয়ে যাচ্ছি প্রতিদিন। খুব কম সময়েই আমরা ফেসবুকে এত বন্ধু পেয়েছি।তিনি আরও বলেন, ফেসবুক বন্ধুদের যে সাড়া পেয়েছি, তাতে সত্যিই অভিভূত। আমরা পাঠকের এ ভালোবাসার আঙিনা আরও বাড়াতে চাই। আগামীর বন্ধনে সবাইকে আমরা আরও কাছে রাখতে চাই।অনুষ্ঠানে জাগো নিউজের প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, আমাদের সব আয়োজন পাঠকদের জন্যই। অনলাইনের সব পাঠক-ই আমাদের বন্ধু। একদল মেধাবী তরুণ সংবাদকর্মী নিয়ে জাগো নিউজ সব সময় সক্রিয়। আমরা সব সময় পাঠকের আগ্রহকে গুরুত্ব দিয়েই সংবাদ পরিবেশনের চেষ্টা করে আসছি। আর এ কারণেই আজ (মঙ্গলবার) আমাদের ফেসবুক পেজে বন্ধুর সংখ্যা ৩০ লাখে দাঁড়িয়েছে।উল্লেখ্য, ফেসবুক ছাড়াও টুইটার, গুগল প্লাস ও ভাইবারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও রয়েছে জাগো নিউজের সরব উপস্থিতি। আধুনিক তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে শুধু বাংলাদেশে নয়, বিশ্বজুড়ে বাঙালিদের কাছে ইতোমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে জাগোনিউজ২৪.কম। গুগল অ্যানালাইটিকসের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৭৩টি দেশে নিয়মিত পাঠক রয়েছে জাগো নিউজের।এএস/আরএস/জেআইএম

Advertisement