তথ্যপ্রযুক্তি

ভারতে নিজস্ব ভাষায় ডোমেইন

২১ আগস্ট থেকে ভারতীয়দের মধ্যে প্রচলিত বেশ কিছু ভাষার ডোমেইন চালু হচ্ছে। হিন্দি, মারাঠি, বোরো, ডগ্রিসহ বেশকিছু ভাষায় ডোমেইন নেম লেখা যাবে।টিএনএন এর এক খবরে জানানো হয়েছে, এর পর ভারতের বেশকিছু সরকারি সাইটের ডোমেইন নেমেও এ ভাষার ব্যবহার শুরু হবে। দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ডোমেন নেমগুলোর উদ্বোধন করবেন।এ বিষয়ে দ্য ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ অব ইন্ডিয়ার (এনআইএক্সআই) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. গোবিন্দ জানান, ভারতের প্রধানমন্ত্রীর সাইটের বর্তমান ডোমেইন পিএমইন্ডিয়া ডট গভ ডট ইন, যা ২১ আগস্ট থেকে প্রধানমন্ত্রী ডট সরকার ডট ভারত নামে পরিবর্তিত হবে।বর্তমান প্রকল্পটি সফল হলে পরে ডোমেইন হিসেবে বাংলা, পাঞ্জাবি, কান্নাড়া, তেলেগুসহ আরও অনেক স্থানীয় ভাষাও যুক্ত করা হবে বলেও এনআইএক্সআই-এর পক্ষ থেকে জানানো হয়।

Advertisement