আন্তর্জাতিক

আফগান সুপ্রিম কোর্ট চত্বরে বোমা হামলায় নিহত ২০

আফগানিস্তানের রাজধানী কাবুলে সুপ্রিম কোর্ট ভবন লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, মঙ্গলবারের এ বিস্ফোরণে আহত হয়েছে আরো কমপক্ষে ৪৫ জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় কর্মকর্তারা। কর্মকর্তারা বলছেন, সুপ্রিম কোর্ট চত্বরের গাড়ি পার্কিং এলাকায় ওই আত্মঘাতী হামলা হয়েছে। সাম্প্রতিক সময়ে জঙ্গিগোষ্ঠী তালেবান ও অন্যান্য জঙ্গিরা দেশটিতে প্রাণঘাতী একাধিক হামলা চালালেও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী সুপ্রিম কোর্টে এ হামলার দায় স্বীকার করেনি।আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র নাজিব দানিস বলেছেন, বোমা হামলায় হতাহতদের এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় তদন্ত চলছে। অতীতেও তালেবানের হামলার লক্ষ্য হয়েছে আফগান কোর্ট। জাতিসংঘ বলছে, আফগানিস্তানে বেসামরিক হতাহতের পরিমাণ রেকর্ড সর্বোচ্চ সংখ্যায় পৌঁছেছে। গত বছর ৩ হাজার ৪৯৮জন বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে দেশটিতে। সূত্র : বিবিসি, আল জাজিরা। এসআইএস/জেআইএম

Advertisement