আন্তর্জাতিক

স্বর্ণের বাজারে রাজনৈতিক অনিশ্চয়তার ধাক্কা

বৈশ্বিক রাজনৈতিক অনিশ্চয়তার ধাক্কা লেগেছে স্বর্ণের বাজারে। স্বর্ণের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতে গত তিন মাসের মধ্যে মঙ্গলবার স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুবাইয়ের বাজারে প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হয়েছে ১৪৯.২৫ দিরহামে। চলতি বছরে দুবাইয়ে এটিই সর্বোচ্চ দামে স্বর্ণ বিক্রির রেকর্ড। গত জানুয়ারি প্রতি গ্রাম স্বর্ণ মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বিক্রি হয়েছে ১০ দিরহামে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অনিশ্চয়তায় অস্থিরতা তৈরি হয়েছে এশিয়ার স্বর্ণের বাজারে। গত দুই মাসের এশিয়ার বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চে পৌঁছেছে। গত বছরের ১১ নভেম্বরের পর এই প্রথম দুবাইয়ে প্রতি আউন্স স্বর্ণের দাম বৃদ্ধি পেয়ে এক হাজার ২৩৫ মার্কিন ডলারে পৌঁছেছে।প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প সাত দেশের মুসলিম শরণার্থী ও পর্যটকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় এ রাজনৈতিক অস্থিরিতা শুরু হয়েছে; যার ধাক্কা লেগেছে বিশ্ব বাজারে। হংকংয়ের গবেষণা প্রতিষ্ঠান উইং ফুং ফিন্যান্সিয়াল গ্রুপের প্রধান গবেষক মার্ক টু বলেন, এই মুহূর্তে স্বর্ণেরে দাম বৃদ্ধির দুটি কারণ রয়েছে। তার মতে, ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক অস্থিরতা ও বর্তমান সময়ে মার্কিন সুদের হার বৃদ্ধি। এদিকে, শক্তিশালী ডলারের বিপরীতে ভারতীয় রুপি ও অন্যান্য এশীয় মুদ্রার অবমূল্যায়ন হয়েছে। ভারতীয় মুদ্রার মান গত দেড় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রতি মার্কিন ডলারের বিপরীতে ৬৭ দশমিক ২১ রুপি লেনদেন হয়েছে। এসআইএস/জেআইএম

Advertisement