রাজনীতি

নতুন কমিশনের অধীনে বিএনপি অবশ্যই নির্বাচনে অংশ নেবে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এ নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচনে অংশ নেবে আমি নিশ্চিত। এখানে সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই। অতীতের ভুল এবার করলে বিএনপি আরও কতটা সংকুচিত হবে তা তাদের বুদ্ধিজীবীরা ভালো করেই জানেন।মঙ্গলবার বিকেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সিভিল ফেস্টের সমাপনী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে যে সার্চ কমিটি করেছেন এবং এ কমিটির সুপারিশে যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আমরা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাই।তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ১২৮ জনের নাম সুপারিশ করেছিল, তার থেকে নিতে হবে পাঁচজনকে। সার্চ কমিটিতে আমরা পাঁচটি নাম দিয়েছি বিএনপিও দিয়েছিল। সেখান থেকে বিএনপির একজন আর আওয়ামী লীগেরও একজনকে নেয়া হয়েছে। তাহলে এখানে বৈষম্য কোথায়? অন্যান্য দলের দেয়া নাম হতেও নেয়া হয়েছে।সেতুমন্ত্রী আরও বলেন, দেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী সমাজ নতুন নির্বাচন কমিশনকে এক বাক্যে অভিনন্দন জানাচ্ছে গতকাল (সোমবার) থেকে। তবে বিএনপিরর ক্ষোভ হতাশার কারণ জানা নেই।ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রধান নির্বাচন কমিশনারকে জনতার মঞ্চের সংগঠক বলছে। তাহলে কি বিএনপি জনতার বিরুদ্ধে? বিএনপির একটি পুরনো অভ্যাস হলো সালিশ মানি তালগাছটা আমার। নির্বাচন কমিশনে তাদের একজন আমাদের একজন। বিএনপিকে এখন পুরো লিস্ট ধরিয়ে দিলেও বলতো আমরা মানি না মানবো না।এইউএ/আরএস/আরআইপি

Advertisement