ক্যাম্পাস

বিশ্ব সূচকে দেশসেরা শাহজালাল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিংয়ে এবার প্রথম হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে গবেষণা সংস্থা ওয়েবমেট্রিক্সইনফোর তালিকায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাবিপ্রবি এ অবস্থানে উঠে আসে। বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাবিপ্রবি রয়েছে দুই হাজার ৪০০তম স্থানে।সংস্থাটি সম্প্রতি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মান যাচাইয়ের মাধ্যমে এ তালিকা প্রকাশ করে। সংস্থাটির ওয়েবসাইটে (http://ww w.webometrics.info) তালিকাটি প্রকাশ করা হয়। সংস্থাটির জরিপে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান দখলকারী প্রতিষ্ঠান শাবিপ্রবি এক্সিলেন্স (শ্রেষ্ঠ) পয়েন্ট পেয়েছে ৩৩৫৩। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টির প্রেজেন্স (উপস্থিতি) র‍্যাঙ্ক উঠেছে ৩৬২০, ইমপেক্ট (প্রভাব) র‍্যাঙ্ক উঠেছে ২০১৭ ও ওফেন্স  র‍্যাঙ্ক উঠেছে ৪৬৬৩। বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর পড়ালেখার মান, গবেষণা ও শিক্ষার পরিবেশের ওপর ভিত্তি করে এই র‍্যাঙ্ক করা হয়েছে।|বিশ্ব র‍্যাঙ্কিংয়ে তিন হাজারের মধ্যে ঠাঁই পাওয়া অন্য বিশ্ববিদ্যালয়টি হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এক্সিলেন্স সূচক ১৯৬১ পেয়ে বাংলাদেশের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বিশ্ব  র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান দুই হাজার ৭০৯তম। বিশ্ববিদ্যালয়টির অন্য পয়েন্টের সূচক হলো প্রেজেন্স (শ্রেষ্ঠ) র্যাঙ্ক ৯৩৮৫, ইমপ্যাক্ট (প্রভাব) র র্যাঙ্ক ৫৭২১ ও ওফেন্স র্যাঙ্ক ১৮৮৪। বিশ্বের সেরা তিন হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের এ দুটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।বিশ্ব র‍্যাঙ্কবাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তিন হাজার ২২২তম স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তিন হাজার ৭৬৪তম স্থানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চার হাজার ৬০৪তম স্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চার হাজার ৬৬৪তম স্থানে রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চার হাজার ৯৮৯তম স্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ছয় হাজার ৪৬১তম স্থানে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়, আট হাজার ৪৯৫তম স্থানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ১০ হাজার ৮৮৯তম স্থানে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়।এসএইচএ/আরআইপি

Advertisement