রাজনীতি

মেয়াদোত্তীর্ণ ১৮ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী যারা

আট বিভাগের ১৪ জেলার ১৮টি মেয়াদোত্তীর্ণ উপজেলায় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। পাশাপাশি একটি পৌরসভায়ও চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করেছে দলটি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সোমবার রাতে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। মঙ্গলবার দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পটুয়াখালীর গলাচিপায় স্থগিত পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আহসানুল হক তুহিন। রংপুর বিভাগের কুড়িগ্রাম সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন মো. আমান উদ্দিন আহম্মেদ। নীলফামারীর জলঢাকা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন মো. মশিউর রহমান বাবু।রাজশাহী বিভাগের পাবনার সুজানগর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন মো. আব্দুল কাদের রোকন, পাবনার ঈশ্বরদী উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. মাহামুদা খাতুন ও নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে মনোনয়ন দেয়া হয়েছে। খুলনা বিভাগের সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মো. আরাফাত হোসেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ফাহিমা খানম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে মো. গোলাম ফারুক, বরিশালের গৌরনদী উপজেলায় চেয়ারম্যান পদে সৈয়দা মনিরুন নাহার মেরী, ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় চেয়ারম্যান পদে মো. গোলাম কিবরিয়া সিকদার ও পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চেয়ারম্যান পদে অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনকে মনোনীত করেছে আওয়ামী লীগ।     কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় চেয়ারম্যান পদে মো. জহিরুল ইসলাম (নুরু), সিলেটের ওসমানীনগর উপজেলায় চেয়ারম্যান পদে  আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান পদে আখতারুজ্জামান চৌধুরী জগলু, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুক্তা পারভীন, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চেয়ারম্যান পদে মো. আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান পদে বিজন কুমার দে ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. হাজেরা বারী    আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় চেয়ারম্যান পদে মো. আমিনুল ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে এ বি এম এ বাহার, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহমুদা আক্তার, খাগড়াছড়ি গুইমারা উপজেলায় চেয়ারম্যান পদে মেমং মারমা, ভাইস চেয়ারম্যান পদে মো. নুরুন্নবী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ঝর্না ত্রিপুরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।এইউএ/ওআর/জেআইএম

Advertisement