প্রবাস

ইতালিতে জাপার নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু

জাতীয় পার্টি (জাপা) ইতালি শাখার নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। এ উপলক্ষ্যে গত সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩ টায় নবনির্বাচিত নেতৃবৃন্দ রোমে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ইতালি জাপা’র নবনির্বাচিত সভাপতি রাহেল আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক রাহেল আহমেদ (রুহেল), সাংগঠনিক সম্পাদক মাহবুল হক টিপুসহ কার্যকরী পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে একে একে পরিচিত হন সহ-সভাপতি সুহেল রাহমান, অর্থ সম্পাদক আবুল কাসেম, দফতর সম্পাদক ইলিয়স হোসেন, প্রচার সম্পাদক খোকন মিয়া, সদস্য কাওছার, হাসান, জয়নাল আবেদিন, আবুল কালাম, ফয়জুল হক, সুপান মিয়া প্রমুখ। রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার নবনির্বাচিত নেতৃবৃন্দের সাফল্য কামনা করেন এবং ইতালি প্রবাসী বাংলাদেশিসহ জাতীয় পার্টির সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান। এ সময় তিনি বলেন, জাতীয় পার্টি বাংলাদেশের একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী সংগঠন। শুধু ইতালিতে নয়, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এই সংগঠনটি আছে।এমএমজেড/পিআর

Advertisement