বিনোদন

মানুষের জন্য গান করতে হবে : আসিফ আকবর

বাংল গানের যুবরাজ বলা হয় আসিফ আকবরকে। অডিও গানের পাশাপাশি চলচ্চিত্রের গানেও তার জুড়ি নেই! ইদানিং সময়ের সঙ্গে তাল মিলিয়ে মিউজিক ভিডিওতেও দেখা যাচ্ছে তাকে। সম্প্রতি এই গায়ক ভালোবাসা দিবস উপলক্ষে ফাহমিদা নবীর সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিতে যাচ্ছেন। এটাই হবে এই দুই শিল্পীর একসঙ্গে গাওয়া প্রথম গান। এছাড়া ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে নতুন একটি মিউজিক ভিডিওতে কাজ করছেন। গতকাল ৬ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যায় এফডিসিতে ভিডিও নির্মাণের শুটিংয়ের ফাঁকে আসিফ কথা বলেছেন জাগো নিউজের বিনোদন বিভাগে... জাগো নিউজ : কেমন আছেন আসিফ ভাই?আসিফ আকবর : খুব ভালো আছি। নতুন কিছু কাজ নিয়ে ব্যস্ত আছি।জাগো নিউজ : ফাহমিদা নবীর সঙ্গে প্রথমবার দ্বৈতভাবে গাইতে যাচ্ছেন... আসিফ আকবর : হ্যাঁ। ‘অমন করে তাকিও না, ভালোবাসা হয়ে যাবে, এ হৃদয় ও দুটি চোখের মাঝে, ভালোবাসা সব হারাবে’ এমন কথায় দ্বৈতভাবে গানটিতে গাইতে যাচ্ছি আমি আর ফাহমিদা নবী। খুবই রোমান্টিক একটি গান। চমৎকার সুর হয়েছে। আশা করছি শ্রোতারা তৃপ্তি পাবেন গান শুনে। আগামীকাল (আজ) মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এর রেকর্ডিং হওয়ার কথা রয়েছে। জাগো নিউজ : আর কী কী কাজ করছেন?আসিফ আকবর : ধ্রুব মিউজিক স্টেশন অফিসিয়ালি যাত্রা শুরু করতে যাচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে। এই উপলক্ষে একটা ধামাকা মিউজিক ভিডিওতে কাজ করছি। এটি নির্মাণ করছেন সৈকত নাসির। গানের শিরোনাম ‘আগুন’। সুর-সংগীত করছেন জুয়েল। একেবারে ফিল্মী স্টাইলে বানানো হচ্ছে গানটি।  জাগো নিউজ : মাঝে অনেকটা নিরব থাকলেও আজকাল গানে বেশ সরব আপনি....আসিফ আকবর : হ্যাঁ, কিছুটা। আগে আমি এক ঘরানার গান বেশি গাইতাম। কিন্তু ইদানিং বিভিন্ন ধরণের সুরকার, মিউজিক ডিরেক্টরদের সঙ্গে কাজ করছি। আসল ব্যাপার হচ্ছে, নিজেকে ভাঙার চেষ্টা করছি। এই জন্য বিভিন্ন ধরণের গান করছি। কখনও সুফি, কখনও মেলোডিয়াস, কখনও ধামাকা। বাকিটা দেখা যাক কি হয়! জাগো নিউজ : পুরনো গানগুলো এখনও মানুষের মুখে মুখে শোনা যায়। কিন্তু এখন তেমন জনপ্রিয় গান বেরিয়ে আসছে না। এর কারণ কী?আসিফ আকবর : আসল কারণ হচ্ছে, ইউনিক গান কম তৈরি হচ্ছে। মানুষের রুচি আর চাহিদার কথা ভেবেও গান তৈরি হচ্ছে কম। সে কারণে গানগুলো কম জনপ্রিয়তা পাচ্ছে। জাগো নিউজ : এ অবস্থার উত্তরণের উপায় কী?আসিফ আকবর : শিল্পী, গীতিকার, সুরকার, মিউজক ডিরেক্টর - প্রত্যেকের শ্রোতাদের চাহিদার কথা মাথায় রাখতে হবে। কেমন গান শ্রোতারা শুনতে চাইছেন সেটা বুঝতে হবে। মোটকথা মানুষের জন্য গাইতে হবে। যেমন- সালমার ‘বানিয়া বন্ধু’ গানটা আজও জনপ্রিয়। এর কথা, সুরের কম্বিনেশন সবকিছুই চমৎকার। শ্রোতারা নিজের রুচির সঙ্গে, ভাবনার সঙ্গে গানটিকে একাত্ম করতে পেরেছেন। এসব ভেবেই গান তৈরি করতে হবে। জাগো নিউজ : শেষ প্রশ্ন; চলচ্চিত্র প্রযোজনায় আসছেন শুনছি...আসফি আকবর : ঠিকই জেনেছো। (হেসে বললেন) এখন জিজ্ঞেস করবা ফিল্মের অবস্থা খারাপ, চলচ্চিত্র প্রযোজনা করার বাজি কেন ধরলাম তাই তো? উত্তরটা আমি দিচ্ছি। দেখো, সঠিকভাবে ছবি বানাতে পারলে, মার্কেটিং করতে পারলে অবশ্যই চলবে। আমার অন্তত তাই মনে হয়। অনেক পরিকল্পনা করেই মাঠে নেমেছি। বাকিটা সময় আসলে সবাই জানতে পারবেন। আমি চলচ্চিত্রের মানুষ। দীর্ঘদিন এখানে গান করেছি। আমার গানের নাম দিয়ে এখানে চলচ্চিত্রও নির্মাণ হয়েছে। অনেক কিছু পেয়েছি আমি আসিফ আকবর এই ইন্ডাস্ট্রি থেকে। আমার একটা দায়বদ্ধতা আছে। সেই জায়গা থেকেই কিছু চেষ্টা করতে চাই। দোয়া ও সহযোগিতা চাই সবার।জাগো নিউজ : অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।আসিফ আকবর : তুমিও ভালো থেকো। জাগো নিউজকে শুভেচ্ছা, ভালোবাসা অবিরাম। এনই/এলএ

Advertisement