বিনোদন

মার্চে আসছে ভুবন মাঝি (ভিডিও)

মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘ভুবন মাঝি’। ফাখরুল আরেফিনের পরিচালনায় ছবিটি এরইমধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সবকিছু ঠিক থাকলে ছবিটি আগামী মার্চে মুক্তি পাবে বলে জাগো নিউজকে জানালেন নির্মাতা। ফাখরুল আরেফিন বলেন, ‘হৃদয় ছোঁয়া এক গল্পে নির্মিত হয়েছে ‘ভুবন মাঝি’। আজকের এই সমাজে ছবিটি হতে পারে দেশ্রপ্রেমে অনুপ্রেরণার, উৎসাহের। আমি চেষ্টা করেছি বর্তমানের দৃষ্টিতে মুক্তিযুদ্ধের সময়টাকে দেখানোর। কতোটা পেরেছি সেই বিচার করবেন দর্শক।’পরিচালক ফাখরুল আরেফিন আরো জানিয়েছেন, ‘ছবির গল্পটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এমনকী চরিত্রগুলোর নামও রয়েছে অপরিবর্তিত।’ তিনি আরো বলেন, আপাতত মার্চের প্রথম সপ্তাহেই ছবিটি মুক্তি দেয়ার কথা ভাবা হচ্ছে। সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘ভুবনমাঝি’ ছবির ট্রেলার। সেখানে দেখা গেছে ‘ভুবন মাঝি’ ছবির গল্পের শুরুতে ১৯৭০ সালের প্রেক্ষাপট। আর এটি শেষ হবে ২০১৩ সালে এসে। বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ, এক যুগলের প্রেম, এক সংগ্রামীর বিদ্রোহ, এক দেশপ্রেমীর স্বাধীনতাবোধ ও নাট্যকর্মীর সংস্কৃতি আন্দোলন ফুটে উঠবে ‘ভুবন মাঝি-তে।ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তার প্রেমিকা ফরিদা চরিত্রে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। আরো আছেন নওশাবা, সুষমা সরকার, মাজনুন মিজান প্রমুখ।ছবিটিতে রয়েছে মোট ছয়টি গান। এর মধ্যে চারটি মৌলিক এবং ‍দুটো পুরনো গান নতুন করে তৈরি করা হয়েছে। তার চারটি গানের সুর-সংগীত পরিচালনা করেছেন কলকাতার দোহার ব্যান্ডের সদস্য কালিকা প্রসাদ। তারমধ্যে ‘আমি তোমারই’ শিরোনামের গানটি এরইমধ্যে বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এই গানে কণ্ঠ দিয়েছেন সপ্তর্ষি ভৌমিক। গানটির সুরকার ও গীতিকার কালিকা প্রসাদ। আর সপ্তর্ষি ভৌমিকের লেখা ও মঞ্জুর বিপুলের সুর করা ‘আমি বোতলে পুরেছি কান্না’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন বুশরা শাহরিয়ার।ছবির অন্য আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ‘পদ্মা নদীর নৌকা ভিড়ল হুগলী নদীর তীরে’ শিরোনামের গানটির কথা লিখেছেন আকাশ চক্রবর্তী। এই গানটিও শ্রোতাদের ভালো লাগবে বলে প্রত্যাশা ‘ভুবন মাঝি’ ছবির নির্মাতা ফাখরুল আরেফিনের।দেখুন ছবিটির অফিসিয়াল ট্রেলার : এলএ

Advertisement