প্রবাস

সাংবাদিক শিমুল হত্যাকারীদের ফাঁসির দাবি মালয়েশিয়ায়

দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার বিচারের দাবিতে মালয়েশিয়ায় প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব। সোমবার সন্ধ্যায় কুলালামপুরের বুকিত বিনতাংয়ের রসনা বিলাস রেস্টুরেন্টে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি এসএম রহমান পারভেজের সভাপতিত্বে ও মোস্তফা ইমরান রাজুর উপস্থাপনায় এ প্রতিবাদ সভা হয়।সভায় সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকারী গ্রেফতারকৃত মেয়র মীরুসহ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত ফাঁসি দেয়ার দাবি জানান বক্তারা।তারা বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের মানুষ তাদের প্রাপ্য অধিকার ফিরে পায়। সমাজের অহিংস-অপরাধ উঠে আসার মাধ্যমে মানুষ সচেতন হয়।’অতীতে আরও সাংবাদিক হত্যার বিচার না হওয়ায় এর তীব্র নিন্দা জানিয়ে বক্তারা আরও বলেন, যতদিন পর্যন্ত  সাংবাদিকদের নির্যাতন, মিথ্যা মামলা ও হত্যার বিচার না হবে ততদিন আমাদের প্রতিবাদ চলবে।প্রতিবাদ সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আহামাদুল কবির, সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম রতন, মো. রফিকুল ইসলাম রফিক,  সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক, যুগ্ন সম্পাদক কায়সার হামিদ হান্নান, কোষাধ্যক্ষ রফিক আহমেদ খান, শামছুজ্জামান নাঈম, মোস্তাক আহমেদ রয়েল, মোহাম্মদ আলাউদ্দিন সিদ্দিকী, মোহাম্মদ আবদুল কাদের, কাজী আশরাফুল ইসলাম, মো. আল আমীন ও শাহরিয়ার তারেক।সভা শেষে নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোনাজাত করা হয়।জেডএ/পিআর

Advertisement