রাজনীতি

মানুষকে বোকা না বানিয়ে সত্যিকার অর্থে জঙ্গিবাদ দমন করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষকে বোকা না বানিয়ে সত্যিকার অর্থে জঙ্গিবাদ দমন করুন এবং মানুষের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দিন।সোমবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফখরুল বলেন, যেখানে গণতন্ত্র থাকবে না সেখানে জঙ্গিবাদ জন্ম নেবে। প্রকৃত জঙ্গিদের তথ্য জানার আগেই তাদের ক্রসফায়ার করে হত্যা করা হয়। তাদের সন্দেহভাজন হিসেবে হত্যা করা হচ্ছে। মির্জা ফখরুল বলেন, কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম তাবলিগের জন্য কয়েকজন মহিলা আলোচনা করলে তাদের ধরে বলছে নাশকতার চেষ্টা করছে। আসলে সরকার জঙ্গিবাদ থেকে ফায়দা নিতে চায়। সত্যিই যদি জঙ্গিবাদের সমাধান করতে চান তবে প্রকৃত তথ্য উৎঘাটন করে বিচারের আওতায় আনুন। কিন্তু তারা তা করবে না রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য।তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই বেশি জঙ্গি বৃদ্ধি পায়, ব্লগার হত্যা হয়, বিদেশি হত্যা হয়। জঙ্গিবাদ কে আওয়ামী লীগ প্রশ্রয় দেয়।ফখরুল আরও বলেন, জঙ্গিবাদ শুধু আজকের নয়, অনেক আগে থেকেই চলে আসছে। কিন্তু ৯/১১ এর পর থেকে বাংলাদেশসহ বিশ্বের রাজনৈতিক পরিস্থিতিতে অস্থির করে তুলেছে এই টেরোরিজম। কিন্তু টেরোরিজম নিয়ে কারও কিছু বলার নেই। বাংলাদেশে যখন রাষ্ট্রীয় সন্ত্রাসের দ্বারা মায়ের বুকের সন্তান হত্যা হয়, সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়। তবে এ দেশে টেরোরিজমের কথা কাকে বলবো।প্রফেসর ড. মামুন আহমেদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন, সেলিমা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ইউসুফ হায়দার, সাংবাদিক নেতা শওকত মাহমুদ প্রমুখ।এমএম/বিএ

Advertisement