জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, নির্বাচনে জয়-পরাজয় আছে। জাতীয় পার্টি নির্বাচনে অংশ গ্রহণ করে বলেই আজ টিকে আছে। জাতীয় পার্টি আবার ক্ষমতায় যাবে বলেই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন।সোমবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সিটি করপোরেশন নির্বাচনে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, জাতীয় পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না বলেই সন্ত্রাসমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে। এ সময় তিনি ছাত্রদেরকে জ্ঞান অর্জনের মাধ্যমে আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশের নেতৃত্ব দেয়ার জন্য আহ্বান জানান।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে সংসদে বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ বলেন, বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনার জন্য ছাত্র সমাজককে কাজ করতে হবে।এ সময় জাতীয় ছাত্র সমাজের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা পর্যন্ত এরশাদকে বাঁচিয়ে রাখার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।সভায় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, যারা পেট্রলবোমা মেরে নারী-শিশুসহ সাধারণ মানুষ হত্যা করে ক্ষমতায় যেতে চায় জনগণ আগামী নির্বাচনে তাদের ঘৃণা ভরে প্রত্যাখান করবে।ইফতেখার আহসান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সৈয়দ আবু হোসেন বাবলা, আহমদ ফয়সাল চিশতি, দলের যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।আরএস/পিআর
Advertisement