দেশজুড়ে

খুলনা উন্নয়ন কমিটির মানববন্ধন

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মানববন্ধনে বক্তারা বলেছেন, আগামী জাতীয় বাজেটে খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে অর্থ বরাদ্দ করতে হবে। অন্যথায় খুলনাবাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। একই সাথে খুলনার উন্নয়নের প্রতিবন্ধক কুয়েট ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলমগীরের পদত্যাগ দাবি করা হয়েছে এ মানববন্ধন থেকে।সোমবার বেলা ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামানের সভাপতিত্বে ও মহাসচিব আলহাজ্ব শেখ মোশাররফ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন, বিশিষ্ট আইনজীবী মঞ্জুর-উল-আলম, বিএমএ খুলনার সাবেক সভাপতি ডা. রফিকুল হক বাবলু, নাগরিক নেতা মোল্লা মারুফ রশীদ, মনিরুজ্জামান রহীম, এড. আবুল কাশেম, শেখ মুজিবর রহমান, অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ, মিজানুর রহমান বাবু, জিয়াউর রহমান বাবু, শেখ হাসান বখতিয়ার বাকু, মিজানুর রহমান জিয়া, সিপিবি নেতা এস,এ রশীদ, মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা আপেল মাহমুদ, নারী নেত্রী রেহেনা খানম প্রমুখ।মানববন্ধন কর্মসূচিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে এক হাজার বেডে উন্নীতকরণ, আবু নাসের বিশেষায়িত হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালু, জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় জনবল দেয়া এবং বৃহত্তর খুলনার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল বৃদ্ধিসহ আসন্ন জাতীয় বাজেটে অর্থ বরাদ্দেরও দাবি জানানো হয়।এমএএস/পিআর

Advertisement