বিশেষ প্রতিবেদন

ঘরের কোন্দলে বিব্রত আওয়ামী লীগ

আওয়ামী লীগ কখনো কাউকে ছাড় দেয়নি, এবারো ব্যত্যয় ঘটবে না। এরই মধ্যে সিরাজগঞ্জে দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদককে ঘটনা তদন্ত করে রিপোর্ট দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।সম্প্রতি চাঁদপুরের হাইমচরে ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ছাত্রদের বানানো মানবসেতুতে হেঁটে সমালোচনার মুখে পড়েন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারী। ওই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে হাত রেখে তার ওপর আরেক শিক্ষার্থীকে শুইয়ে বানানো পদ্মা সেতুর ওপর দিয়ে হাঁটেন নূর হোসেন। বিষয়টি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে সমালোচনার মুখে পড়েন নূর হোসেন পাটোয়ারীসহ আওয়ামী লীগও। দলীয় নেতাদের নানা ধরনের প্রশ্নের জবাব দিতে হয়। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অন্যায় করে কেউ পার পাবে না, সে দলের যত বড় নেতাই হোক। এ ধরনের জঘন্য কাজ যারা করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এরা নিজেরা যেমন বিব্রতকর অবস্থায় পড়ছে একইভাবে দলকেও বিব্রতকর অবস্থায় ফেলছে। কুষ্টিয়া সদরের জিয়ারখারী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শুক্রবার আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষে ইদ্রিস আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসেনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। উল্লেখ্য, এর আগে সংরক্ষিত নারী আসনের এমপি ও মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনি কর্তৃক দুই নিরীহ ব্যক্তিকে গুলি করে হত্যা, ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা, ফেনী-৩ আসনের এমপি রহিম উল্যাহর বিরুদ্ধে নিজ দলের কর্মী আজিজুল হককে গুলি করে হত্যার সঙ্গে জড়িত থাকার ঘটনায়ও বিব্রতকর পরস্থিতিতে পড়ে আওয়ামী লীগ।    এফএইচএস/এমএমজেড/এমএস

Advertisement