লাইফস্টাইল

ঘর সাজাতে এ্যাকুরিয়াম

সৌন্দর্য বৃদ্ধিতে শৌখিন মানুষের কাছে এ্যাকুরিয়ামের চাহিদা বেড়ে চলেছে। সেজন্যই শহরের অভিজাত মানুষ, উচ্চবিত্তের ঘরে বাড়তি আকর্ষণ হিসেবে যোগ হচ্ছে এ্যাকুরিয়াম। শুধু ঘরেই নয়, এ্যাকুরিয়াম ব্যবহার হয় বড় বড় কর্পোরেট অফিস, ব্যবসা প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধিতেও। বিভিন্ন রঙিন দেশী-বিদেশী মাছ,মাছের খাবার, অক্সিজেন যন্ত্র, এ্যাকুরিয়াম সাজাতে বিভিন্ন কৃত্রিম ফুল, চরকি, লাইট, রঙবেরঙের পাথর সবই একটি পূর্ণাঙ্গ এ্যাকুরিয়ামে রূপদান করে।দামী বিভিন্ন রঙের গোল্ডফিশ, ক্যাটফিশ, স্টারফিশ, রঙবেরঙের ছোট হাঙ্গর মাছ, টাইগারফিশ, এসরটেড কই, কার্প জাতীয় মাছ, রিডফিশ, কিলফিশ, ক্যাস্কারডো, গ্রীনগোল্ড, এ্যান্জেলফিশ, ক্যালিকো,কিসিং গৌরামি,অস্কার ফিশ, টাইগার সার্ক, জেব্রা ফিশ, সিল্ভার ডলার প্রভৃতি প্রজাতির এ্যাকুরিয়াম ফিশ এদেশে পাওয়া যায়।কাঁটাবন মার্কেটে প্রায় সব ধরনের এ্যাকুরিয়াম ও যাবতীয় মাছ, মাছের খাবার, অন্যান্য উপকরণ পাওয়া যায়। এ্যাকুরিয়াম শপে ছোট-বড় কাঁচের জার পাওয়া যাবে ১৫০-৫০০ টাকার মধ্যে। আর ট্রলি সদৃশ তিনকোনা আকৃতির এ্যাকুরিয়াম পাওয়া যাবে ১৫০০-৪০০০ টাকার মধ্যে। মাছের খাবার ৫০-১২০ টাকা, চরকি ১০০-১৫০, লাইট ১৫০-২০০, রঙ্গিন পাথর কেজি ২০-১৫০, অক্সিজেন যন্ত্র ১০০-২৫০টাকা, ফুলগাছ ১০০-২৫০০ টাকা, রঙ্গিন ব্যাকগ্রাউন্ড ১০০-১৫০, পুতুল ও যাবতীয় খেলনা পাওয়া যাবে ১২০-২৫০ টাকায়। এইচএন/পিআর

Advertisement