আন্তর্জাতিক

পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপি

বর্তমান বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ভারতে ক্ষমতাসীন বিজেপি (ভারতীয় জনতা পার্টি)। দলটির মোট সদস্য সংখ্যা এখন ৮ কোটি ৮০ লাখ। খবর টাইমস অব ইন্ডিয়ার।পাঁচ মাসব্যাপী সদস্য সংগ্রহ অভিযানের পর দলটির সদস্য সংখ্যা চীনের কমিউনিস্ট পার্টিকে ছাড়িয়েছে। কমিউনিস্ট পার্টির সদস্য সংখ্যা ৮ কোটি ৬০ লাখ।বিজেপি সূত্র জানিয়েছে, গত রোববার দলটির সদস্য সংখ্যা ৮ কোটি ৮০ লাখ ছাড়িয়েছে। চলতি মাসের শেষে তা ১০ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে।বিজেপির দেশব্যাপী সদস্য সংগ্রহ অভিযান শেষ হতে যাচ্ছে আগামী ৩১ মার্চ। এরপর অবশ্য মহারাষ্ট্রসহ বেশ কয়েকটি রাজ্যের লোক দলটির সদস্য হতে পারবেন।ভারতে গত লোকসভায় বিপুল ব্যবধানে জয়ের পর বিজেপির পক্ষ থেকে সদস্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়।দলটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাপক জনপ্রিয়তার কারণেই সদস্য সংখ্যা এত বৃদ্ধি পেয়েছে।এআরএস/আরআই

Advertisement