আন্তর্জাতিক

গাজায় আরও ২৪ ঘণ্টার অস্ত্রবিরতি

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরও ২৪ ঘণ্টার জন্য বাড়াতে রাজি হয়েছে হামাস ও ইসরাইল। সর্বশেষ পাঁচ দিনের যুদ্ধবিরতি গতকাল সোমবার স্থানীয় সময় মধ্যরাতে শেষ হয়। মেয়াদ শেষ হওয়ার আগেই উভয় পক্ষ আরও ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়। খবর বিবিসি অনলাইনের।মিসরের মধ্যস্থতায় গত বুধবার পাঁচ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। এর আগে তিন দিনের আরেকটি যুদ্ধবিরতি হয়েছিল। গতকালের যুদ্ধবিরতিরও মধ্যস্থতাকারী মিসর। মিসর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, একটি স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে উভয় পক্ষের প্রতিনিধিরা আরও আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছেন।গত ৮ জুলাই গাজায় শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত দুই হাজার ১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। হতাহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।

Advertisement