নায়ক না হলেও বাংলা চলচ্চিত্রে সুদর্শন ভিলেন তিনি। তার জনপ্রিয়তাও রয়েছে সব শ্রেণীর দর্শকদের কাছে। বরাবরই তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়। কিন্তু এবার একটি চিত্র দেখে আবিষ্কার করা হলো নতুন এক মিশা সওদাগরকে। সেখানে দেখা যাচ্ছে কাদা জলে মাখামাখি মিশা। শরীরের অর্ধেক অংশ তার ডুবে আছে কাদার মধ্যে। যে মানুষটিকে বাঘের মতো গর্জন তুলতে দেখা যায়, সেই মিশা সওদাগরের এমন বেহাল অবস্থা সত্যিই অবাক করা ব্যাপার!আসল সত্যিটা হলো, স্বাধ করে কিংবা কেউ ধাক্কা দিয়ে ওই নোংরা পানিতে ফেলেননি মিশাকে। সাইফ চন্দন পরিচালিত টার্গেট সিনেমার একটি দৃশ্যের ছবি এটি। সম্প্রতি রাজধানীর উত্তরার দিয়া বাড়িতে এ দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। মিশার এ বেহাল দশার বর্ণনা দিতে গিয়ে পরিচালক সাইফ চন্দন জাগোনিউজকে বলেন, ‘এটি টার্গেট সিনেমার একটি দৃশ্য। ছবির নায়ক আনিসুর রহমান মিলনের সঙ্গে মিশা সওদাগরের মারামারি হয়। সেই দৃশ্যের একপর্যায়ে কাদায় একাকার হয়ে যান মিশা ভাই।’ পরিচালক আরো জানালেন অ্যাকশন ঘরানার এ সিনেমায় মিলন ও মিশা ছাড়া অভিনয় করেছেন আইরিন, নিরব, অমৃতা, ডন, তানভির, তন্ময়সহ আরো অনেকে। ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত এ সিনেমায় একটি আইটেম গানসহ মোট পাঁচটি গান থাকবে।সব কাজ শেষে চলতি বছরই মুক্তি পাবে ‘টার্গেট’।এলএ/এমএস
Advertisement