আন্তর্জাতিক

আরব আমিরাতে নতুন ভিসা ব্যবস্থা চালু

সংযুক্ত আরব আমিরাত সরকার নতুন ভিসা ব্যবস্থার অনুমোদন দিয়েছে। রোববার দেশটির শাসক শেইখ মোহাম্মদ বিন রশিদ আল মাকুতম সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক টুইটে নতুন এই ভিসা ব্যবস্থার অনুমোদন দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন। দেশটির জাতীয় দৈনিক খালিজ টাইমস এক প্রতিবেদনে বলছে, আমিরাতের বিশেষ খাতগুলোতে মেধাবীদের আকৃষ্ট করতে নতুন ভিসা ব্যবস্থার অনুমোদন দিয়েছে সরকার। দেশটির ভাইস-প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাই’র শাসক শেইখ মোহাম্মদ বিন রশিদ আল মাকুতম নতুন ভিসা ব্যবস্থা চালুর অনুমোদন দিয়েছেন। শেইখ মোহাম্মদ বিন রশিদ আল মাকুতম টুইটারে বলেছেন, নতুন এই ভিসা ব্যবস্থা চিকিৎসা, বিজ্ঞান ও গবেষণা খাতে শীর্ষ মেধাবীদের আকৃষ্ট করবে। মন্ত্রিসভার এক বৈঠকের পর টুইটে তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত সুযোগের ভূমি। আমাদের অর্থনীতি ও ভবিষ্যতে শীর্ষ মেধাবীদের আকৃষ্ট করবে।’তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি আমিরাতের শাসক। এসআইএস/জেআইএম

Advertisement