আন্তর্জাতিক

বিশ্বের দীর্ঘতম পথের বিমানের যাত্রা শুরু

বিশ্বের সবচেয়ে দীর্ঘপথের ফ্লাইট কাতারের রাজধানী দোহা থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ডে যাত্রা করছে। রোববার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট স্থানীয় সময় ভোর ৫টা ১০মিনিটে যাত্রা শুরু করবে। কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ বলছে, দোহা থেকে যাত্রা শুরু করা ওই ফ্লাইট ৯ হাজার ৩২ মাইল পথ পাড়ি দিয়ে অকল্যান্ডে পৌঁছাবে সোমবার স্থানীয় সময় সাড়ে ৭টায়। বিশ্বের দীর্ঘতম পথের যাত্রীবাহী এই ফ্লাইট ১৬ ঘণ্টা ২০ মিনিটের যাত্রা শেষে অকল্যান্ডে অবতরণ করবে। কর্তৃপক্ষ বলছে, কাতার এয়ারওয়েজের ফ্লাইট ৯২০’র ক্যারিয়ার বোয়িং ৭৭৭-২০০এলআর ওই সময়ে দুবাই, ওমানের উত্তরাঞ্চল, ভারতের দক্ষিণাঞ্চল, শ্রীলংকার আকাশ পাড়ি দিবে। এছাড়া বিমানটি অবতরণের আগে ভারত মহাসাগর, পশ্চিম অস্ট্রেলিয়ার আকাশও অতিক্রম করবে। অকল্যান্ডে পৌঁছাতে ১৬ ঘণ্টা ২০ মিনিট সময় নিলেও দুবাই ফিরতে কাতার এয়ারওয়েজের ওই বিমানের সময় আরো বেশি লাগবে। বিশ্বের দীর্ঘতম এই ফ্লাইটের  বিজনেস শ্রেণির আসনের জন্য যাত্রীদের গুণতে হবে সাড়ে ৪ হাজার মার্কিন ডলার। এছাড়া ওয়ানওয়ের বিজনেস শ্রেণির আসনের ভাড়া ১ হাজার ২৬৫ ডলার।   এদিকে বিশ্বের বর্তমান দীর্ঘতম ফ্লাইটের রেকর্ড রয়েছে আরব আমিরাতের এমিরেটস এয়ারলাইন্সের দখলে। এমিরেটস এয়ারলাইন্সের এয়ারবাস এ৩৮০ দুবাই থেকে অকল্যান্ডে পৌঁছায় ৮ হাজার ৮২৪ মাইল পাড়ি দিয়ে। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।এসআইএস/আরআইপি

Advertisement