খেলাধুলা

জার্মানির সহজ জয়

ইউরোর বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বিশ্বসেরা জার্মানি। জর্জিয়াকে পঞ্চম রাউন্ডে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা। চলতি ইউরো বাছাইয়ে ৫ ম্যাচ জার্মানির এটি তৃতীয় জয়।রোববার রাতে প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় জার্মানরা। ম্যাচের ৩৯ মিনিটে মারিও গোটসের বাড়ানো বলে মিডফিল্ডার মার্কো রয়েস প্রথম গোল করলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মান।  প্রতিপক্ষের জালমুখ খোলেন।

Advertisement

এরপর ৪৪ মিনিটে মেসুত ওজিলের পাসে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড টমাস মুলার। দ্বিতীয়ার্ধে বেশকিছু আক্রমণ গড়ে তুললেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় ব্যবধান বাড়াতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়নরা।ইউরোর বাছাই এই জয়ে `ডি` গ্রুপে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকলো জার্মানি। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে জর্জিয়া।এমআর/আরআইপি