খেলাধুলা

আইপিএলে খেলছেন সাকিব!

বিশ্বকাপ শেষ হতে না হতেই আগামী ৮ এপ্রিল মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর আইপিএলে যোগ দেওয়ার কারণে ঘরের মাঠে বিসিএলের চার ফ্রাঞ্চাইজি নিয়ে বিসিবি আয়োজিত ওয়ানডে টুর্নামেন্ট মিস করবেন সাকিব আল হাসান। খুলনা ও বরিশাল নিয়ে দক্ষিণাঞ্চলের ফ্রাঞ্চাইজি হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক।  আগামী ৭ এপ্রিল কলকাতায় আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আসর বসছে।  টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে এবারও আছেন সাকিব আল হাসান। তবে পুরো টুর্নামেন্টে সাকিবকে পাচ্ছে না কেকেআর।এদিকে, ১৫ এপ্রিল ঢাকায় আসার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। এই সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে তারা। ২২ এপ্রিল প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু করতে পারে দুই দল। এজন্য, বিশ্বের সেরা অলরাউন্ডারকে পাবে না শাহরুখ খানের দল। তবে পাকিস্তান সিরিজের আগের প্রথম দুই ম্যাচের জন্যে সাকিব কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারেন।৮ এপ্রিল আইপিএলের উদ্বোধনী ম্যাচে ইডেন গার্ডেনে সাকিবের দলের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ানস। ইডেনেই পরের ম্যাচ ১২ এপ্রিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। প্রথম দুই ম্যাচ শেষে দেশে ফিরে ক্যাম্পে যোগ দেবেন সাকিব।তবে, ৫ এপ্রিল বিসিএলের ওয়ানডে টুর্নামেন্টের পর্দা উঠবে। প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। খেলাগুলো হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে। দিবারাত্রির প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। ফাইনাল হবে ১১ এপ্রিল। এমআর/এমএস

Advertisement