আন্তর্জাতিক

ঋণ ব্যবহার পরিকল্পনা চূড়ান্ত করবে গ্রীস

ঋণ পরিশোধের সীমা বাড়ানো ও নতুন কর ঋণ পাওয়ার বিপরীতে যে পুনর্গঠন কার্যক্রমের শর্ত দাতাগোষ্ঠীর পক্ষ থেকে গ্রিসকে দেয়া হয়েছে, সেই কার্যক্রমের পরিকল্পনা আজ চূড়ান্ত করা হবে বলে আশা প্রকাশ করেছে গ্রিস।জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সাথে বৈঠকের পর ঋণ গ্রহীতাদের সাথে টানা এক সপ্তাহের আলোচনা শেষে এ আশা প্রকাশ করেছে দেশটির সরকার। নতুন পুনর্গঠন প্রকল্পের আওতায় চলতি বছর গ্রিসের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৩`শ ৩০ কোটি ডলার।এছাড়া, মোট জিডিপি`র দেড় শতাংশ বাজেট উদ্বৃত্ত এবং চলতি বছর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ দশমিক ৪ শতাংশ।তবে গ্রিক সরকার আশাবাদী হলেও দেশটির ঋণমাণ সক্ষমতা বি থেকে ট্রিপল সি`তে নামিয়ে এনেছে ঋণমাণ নিয়ন্ত্রক সংস্থা ফিচ। সংস্থাটির আশঙ্কা, গ্রিস কোনভাবেই নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করতে পারবে না।এছাড়া, চলতি বছরের জন্য দেশটির প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করেছে ফিচ।এআরএস/আরআইপি

Advertisement